ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নতুন ৫ মুখ নিয়ে বাংলাদেশ ফুটবল জাতীয় দল ঘোষণা
Published : Tuesday, 9 March, 2021 at 7:23 PM, Update: 09.03.2021 9:24:17 PM
নতুন ৫ মুখ নিয়ে বাংলাদেশ ফুটবল জাতীয় দল ঘোষণানেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য জাতীয় দলের কোচ জেমি ডে ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন নতুন মুখ রয়েছেন ৫ জন ।
নতুন রা হলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মোহামেডানের ডিফেন্ডার হাবিবুর রহমান এবং মুক্তিযোদ্ধার ডিফেন্ডার মোহাম্মদ ইমন ও মেহেদী হাসান এবং স্ট্রাইকার মেহেদী হাসান রয়েল।
অন্যদিকে, চোট কাটিয়ে  মতিন মিয়া  দলে ফিরলেও চোটের কারণে  ফিরতে পারেন নি স্ট্রাইকার নাবিব নেওয়াজ ও ডিফেন্ডার তপু বর্মণ।
উল্লেখ্য, ২৪ সদস্যের দলে সর্বোচ্চ সাতজন খেলোয়াড় বসুন্ধরা কিংসের, চারজন আবাহনী লিমিটেডের। তিনজন করে সাইফ স্পোর্টিং ও মুক্তিযোদ্ধা সংসদের। দুজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র ও চট্টগ্রাম আবাহনীর।
নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। স্বাগতিক নেপাল আর বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী তৃতীয় দলটি হল কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। টুর্নামেন্ট সামনে রেখে ১৩ মার্চ করোনা পরীক্ষা করিয়ে পরের দিন থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ।
এরপর ১৮ কিংবা ২০ মার্চ তারা নেপালের উদ্দেশ্যে উড়াল দেবে। টুর্নামেন্টে খেলা হবে লিগ পদ্ধতিতে। বেশি পয়েন্ট পাওয়া দুই দল উঠবে ফাইনালে।