ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় এমপি বাহার
নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন বঙ্গবন্ধু
Published : Tuesday, 9 March, 2021 at 12:00 AM, Update: 09.03.2021 1:09:00 AM
নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন বঙ্গবন্ধুতানভীর দিপু: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, নারীদের সর্বোচ্চ সম্মাণনা দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছে নারীরা। ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এসেছে এই স্বাধীনতা। যুদ্ধ পরবর্তী সময়ে সম্ভ্রম হারানো অনেক নারী বাড়ি ফিরেও রিবারের কাছে জায়গা পায়নি। লজ্জায় কেউ কেউ নিজের পরিচয় বাবার নাম উল্লেখ করতে চায়নি। মানসিক ভাবে বিধ্বস্ত এই নারীদের সেসময় পুনর্বাসন করেছেন বঙ্গবন্ধু। তাদের বাবার নামের জায়গায় লিখতে বলেছেন- শেখ মুজিবুর রহমান, ঠিকানা লিখতে বলেছেন- ধানমন্ডি ৩২ নম্বর। মুক্তিযোদ্ধারা যেমন যুদ্ধ করে বীর খেতাব পেয়েছেন, তেমনি সেই নারীদের বঙ্গবন্ধু বলেছেন বীরঙ্গনা।
এমপি বাহার গতকাল কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলাপ্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত সংসদ সদস্য আরমা দত্ত, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, বেগম রোকেয়া পদক প্রাপ্ত নারী নেত্রী ও সম্মিলিত নারী ফোরামের সভাপতি পাঁপড়ি বসু।
পরে নারী দিবস উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে প্রশাসনের উর্দ্ধতণ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং নারীনেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।