ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা টাওয়ার হসপিটালে আগুন আতংকে রোগীদের হুড়োহুড়ি
Published : Tuesday, 9 March, 2021 at 12:00 AM, Update: 09.03.2021 1:09:06 AM
কুমিল্লা টাওয়ার হসপিটালে আগুন আতংকে রোগীদের হুড়োহুড়িরাশেদুল হাসান ফরহাদ ।।
কুমিল্লা নগরীর লাকসাম রোডে অবস্থিত কুমিল্লা মেডিকেল সেন্টার (প্রা:) লিমিটেড (কুমিল্লা টাওয়ার) হাসপাতালে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার বিকেল ৪ টায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে হাসপাতালের ২য় তলায় অবস্থিত অফিস কক্ষের অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।  জানালা বন্ধ থাকায় ধোঁয়ার সৃষ্টি হয় এবং দ্রুতই তা পুরো হসপিটালে ছড়িয়ে পড়ে।
এসময় হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও রোগীর স্বজনরা আতংকিত হয়ে চারদিকে ছোটাছুটি শুরু করে এবং অনেকে নিচে নেমে আসেন। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যায়। আগুন লাগার খবরে সন্তান সম্ভবারা বেশি বেকায়দায় পড়েন। হাসপাতালের একটি ভবন থেকে ধোয়া উড়তে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।  খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিস তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কুমিল্লা টাওয়ার কর্তৃপ সূত্র জানায়,  ‘বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকা-ের সৃষ্টি হয়। এতে প্রায় ১০/১৫ ল তি হয়েছে। বড় ক্ষতি হওয়ার পূর্বেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে অনে। আগুন নেভার পরতাৎক্ষতিকভাবে মাইকিংয়ের মাধ্যমে রোগীদের আতংকিত না হওয়ার অনুরোধ করা হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক কাজী নাজমুজ্জামান জানান, ‘অগুন লাগার খবর পেয়ে ফায়ার সাভিংসের তিনটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ের ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হবে। তদন্ত টিম তদন্ত করে দেখবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কি পরিমান তি হয়েছে।’