ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাতিজার দায়ের কোপ পড়লো চাচার মাথায়!
Published : Tuesday, 9 March, 2021 at 8:45 PM
ভাতিজার দায়ের কোপ পড়লো চাচার মাথায়!ঝিনাইদহের মহেশপুরে ওসমান বক্স (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাই আলম বক্সের ছেলেরা। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার আলামপুর গ্রামের কুলপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত ওসমান ওই গ্রামের মৃত আজিজ বক্সের ছেলে। এ ঘটনায় আহতদের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় রমজান ও মকছেদ নামে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, বেশ কিছুদিন ধরেই পারিবারিক কৃষিজমি নিয়ে ওসমান, আলম বক্স ও ছোট ভাই খাদেম বক্সের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে দুপুরে বড় ভাই ওসমানের সঙ্গে ছোট ভাই আলম বক্সের ছেলে আনোয়ার হোসেন, রমজান আলী ও মকছেদ আলীর কথা কাটাকাটি হয়। এরপর দুইভাইয়ের পক্ষে তাদের ছেলে-ভাতিজারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছোট ভাই আলমের ছেলে আনোয়ার হোসেন ধারালো দা দিয়ে বড় চাচা ওসমান বক্সের মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আনোয়ার হোসেন, রমজান আলী, মকছেদ অপর চাচা খাদেম বক্স ও তার ছেলে সেলিম ও জুড়ন বক্সসহ পরিবারের আরও অন্তত ১২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জেরিন জানান, মারামারি সংক্রান্ত ঘটনায় ১২ জন হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। মৃতের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।