ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
১০০ কোটি টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, আটক ১৯
Published : Wednesday, 10 March, 2021 at 12:00 AM
মুন্সিগঞ্জে ১০০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৯ মার্চ) সদর উপজেলার ফিরিঙি বাজার, পঞ্চসার, গুশাইবাগ, দূর্গাবাড়ি ও বাস্তহারা এলাকার দশটি কারখানায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। এসময় ১৯ জনকে আটক করা হয়।
কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার পাগলা লে. এম আশমাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় তন্ময় ফিসিং নেট, হাবিব ফিসিং নেট, জয়নাল ফিসিং নেট, রহিম ফিসিং নেট, জয়নাল ফিসিং নেট, সুমন ফিসিং নেট, বাচ্চু ছৈয়াল ফিসিং নেট, মানিক ফিসিং নেট, খোকন ফিসিং নেট, মের্সাস তালুকদার ফিসিং নেট ও একতা ফিসিং নেটে অভিযান চালিয়ে তিন কোটি ৩৪ লাখ এক হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে।
জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১০০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা। অভিযানে ১৯ জনকে আটক করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।