ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেশের উন্নয়নের সঙ্গে পুলিশের উন্নয়ন প্রয়োজন: আইজিপি
Published : Wednesday, 10 March, 2021 at 12:00 AM
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশের উন্নয়নের সঙ্গে পুলিশের উন্নয়ন প্রয়োজন। গণতান্ত্রিক মূল্যবোধে সমন্বিত হয়ে ও পেশাদারিত্ব বজায় রেখে একটি পেশাদার পুলিশ গড়ার কাজ চলছে। তিনি বলেন, ‘পুলিশকে দক্ষ করে গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বেসিক অ্যাকাডেমিক কার্যক্রম আধুনিকায়ন করা হয়েছে, যার ফল জনগণ আগামী দুই বছরের মধ্যে পাবে।’
মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘পুলিশ একটি আন্তর্জাতিক সার্ভিস। কোনও দেশকে পুলিশ ছাড়া কল্পনা করা যায় না। বাংলাদেশ সরকার পুলিশের সক্ষমতা বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে। পুলিশের কাছে জনগণের প্রত্যাশাও বাড়ছে। পুলিশে নিয়োগ প্রক্রিয়া পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশের পুলিশ সদস্যরা জাতিসংঘ মিশনে অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছেন। সাউথ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে বাইলেটারাল পুলিশ সদস্যরা জাতিসংঘ মিশনে কাজ করার আমন্ত্রণ পেয়েছেন। এটি শুধু পুলিশের জন্য গৌরবের নয়, গর্বিত পুরো জাতি।’
বেনজীর আহমেদ আরও বলেন, ‘দেশের উন্নয়নের সঙ্গে পুলিশের উন্নয়ন প্রয়োজন। এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের পুলিশ হবো, যাতে জাতি দেশ ও মানুষের জন্য কাজ করতে পারি। গত ১২ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রভূত উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। দেশের জনগণের এটাই বড় অর্জন।’
এর আগে, ‘মাস্টার অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট’ প্রোগ্রামে উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন আইজিপি বেনজীর আহমেদ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের মোট ৫৭ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কোর্স সম্পন্ন করা শিক্ষার্থী গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘পেশাদারিত্বের মধ্য দিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশকে আধুনিকায়ন করতে বর্তমান সরকার নানা ধরনের কাজকর্ম চালিয়ে যাচ্ছে। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পরবর্তী ধাপে যেতে সহায়তা করছে পুলিশ সদস্যদের। এই কোর্স পুলিশ সদস্যদের মধ্যে কাজের সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। কমিউনিটি পুলিশ ও পুলিশ মিলে নাগরিকদের কাছে সেবা পৌঁছে দিতে আরও সহায়ক হিসেবে কাজ করবে। পুলিশ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছে। পেশাদারিত্বের মধ্য দিয়ে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে পুলিশ।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মশিউর রহমান, অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে ছিলেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাজিবুর রহমান। এছাড়া, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ কোর্সে অংশ নেওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।