ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় বারি সরিষা বীজ উৎপাদন মাঠ দিবস
Published : Wednesday, 10 March, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন ॥
২০২০-২১ অর্থ বছরে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বীজ উৎপাদন ব্লক (প্রদর্শনী) এর সরিষা বীজ উৎপাদন মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজেন সোমবার বিকেলে উপজেলার মাধবপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাধবপুর ব্লকে বারি সরিষ-১৪ বীজ উৎপাদন উপলক্ষে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ মাহবুবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) মো. এহতে সাম রাসুলে হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মজিবুর রহমান। পরিচালনা করেন, উপ সহকারী কৃষি অফিসার আব্দুল মান্নান। এমসয় এলাকার কৃষক, কৃষানী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।