ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশ সদস্যরা প্রসূতি মাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল
Published : Wednesday, 10 March, 2021 at 7:35 PM
পুলিশ সদস্যরা প্রসূতি মাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল পিরোজপুরের মঠবাড়িয়ায় মানিক বালা (৩৫) নামে এক প্রসূতি মাকে রক্ত দিয়ে জীবন বাঁচাল মঠবাড়িয়া থানার দুই পুলিশ সদস্য। মঙ্গলবার গভীর রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ মানবিক ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার জানখালী গ্রামের স্বাগতম হালদারের সন্তানসম্ভবা স্ত্রী মানিক বালা প্রসব যন্ত্রণায় বাড়িতে বসে ছটফট করতে থাকেন। স্থানীয় চৌকিদারের সহযোগিতায় মঙ্গলবার গভীর রাতে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ সময় ওই নারীকে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের পরামর্শ দেন কর্তব্যরত ডাক্তার। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে সিজার করতে হিমশিম খাচ্ছেন ডাক্তার। পরে তার স্বামী স্বাগতম হালদার কোনো উপায়ন্তর না পেয়ে মঠবাড়িয়া থানায় গিয়ে ঘটনা জানান।

তাৎক্ষণিক ওসি মাসুদুজ্জামান ডাক্তারের সঙ্গে কথা বলে রক্তের গ্রুপ জেনে থানার দুই পুলিশকে রক্ত প্রদানের অনুরোধ জানান। ওই গভীর রাতেই মঠবাড়িয়া থানার পুলিশ সদস্য নাজমুল হাসান ও  অপর এক পুলিশ সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) দুই ব্যাগ বি পজিটিভ রক্তদান করেন।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, একজন প্রসূতি অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এরকম মানবসেবায় এগিয়ে আসতে তিনি মানবিক লোকদের আহ্বান জানান।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. আলী হাসান জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। ওই নারীর আগেও দুটি সন্তান রয়েছে। পুলিশ রক্ত দিয়ে আবারো মানবতার পরিচয় দিয়েছে।