Published : Wednesday, 10 March, 2021 at 12:00 AM, Update: 10.03.2021 1:34:23 AM
আগামী
২৬ মার্চ বাংলাদেশ-ভারত যৌথভাবে ফেনী নদীর ওপর স্থাপিত মৈত্রী সেতু
উদ্বোধনের কথা ছিল। কিন্তু তাড়াহুড়া করে মঙ্গলবার (৯ মার্চ) ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটি উদ্বোধন করেছেন। এই উদ্বোধন উপলে এক
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি মনে করি, এই সেতু
আমাদের দুই দেশের মাঝে শুধু সেতুবন্ধন রচনা করবে না; বরং ব্যবসা-বাণিজ্য ও
অর্থনৈতিক উন্নয়নে বিরাট অবদান রাখবে।’
উল্লেখ্য, ফেনী মৈত্রী সেতু থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত চট্টগ্রাম সমুদ্রবন্দর।
ত্রিপুরার
মুখ্যমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু
চট্টগ্রাম সমুদ্রবন্দর নয়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরও ত্রিপুরাবাসী
ব্যবহার করতে পারবে।’
স্বাধীনতা যুদ্ধে ত্রিপুরাবাসীর অবদানের কথা মনে
করে শেখ হাসিনা বলেন, ‘আমরা ভুলিনি ১৯৭১ সালে কীভাবে আমার জনগণকে আপনারা
আশ্রয় দিয়েছিলেন, সমর্থন দিয়েছিলেন, সহযোগিতা করেছিলেন এবং আমরা মহান
মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম।’
এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে
আবদুল মোমেন বলেন, ‘মৈত্রী সেতুর ভারতের অংশ আজকে উদ্বোধন হয়েছে ত্রিপুরা
রাজ্যে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অনুরোধ করেছিলেন একটি ভিডিও মেসেজ
দেওয়ার জন্য এবং শুভেচ্ছা বার্তা দিয়ে সেটি তিনি দিয়েছেন।’
পররাষ্ট্রমন্ত্রী
বলেন, ‘তারাই তাড়াহুড়া করে এটি করেছেন। আমরা শুনছি, তাদের দেশে নির্বাচনের
শিডিউল হবে। ইলেকশন শিডিউল হলে সরকার কোনও কিছু উদ্বোধন করতে পারে না। এটি
একটি টেকনিক্যাল সমস্যা এবং এটি না হলে তারা হয়তো ২৬ মার্চ উদ্বোধন করতো।
আমাদের সঙ্গে মোটামুটি আলোচনা হয়েছিল ২৬ মার্চ, কিন্তু নির্বাচন শিডিউলের
জন্য এটি করা সম্ভব হয়নি।’