ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রুমানা-রিতুর ফিফটিতে ফাইনালে সবুজ দল
Published : Thursday, 11 March, 2021 at 12:00 AM
শারমিন সুপ্তার ফিফটিতে লড়াকু পুঁজি পেয়েছিল বাংলাদেশ লাল দল। রুমানা আহমেদ ও রিতু মণির জোড়া ফিফটিতে বাংলাদেশ সবুজ দল দেয় জবাব। সবুজ দল ৬ উইকেটের অনায়াসে জয় পায়। তাতে বাংলাদেশ গেমসে নারীদের ক্রিকেট ইভেন্টের ফাইনাল নিশ্চিত করে সবুজ দল।
শুক্রবারের ফাইনালে সবুজ দলের প্রতিপ নীল দল। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান তোলে লাল দল। ৪৭.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ল্য ছুঁয়ে ফেলে সবুজ দল।
সুপ্তা লাল দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন। ১৪০ বলে মাত্র ৪ বাউন্ডারিতে সাজান ইনিংস। দ্বিতীয় উইকেটে উইকেটরক ব্যাটসম্যান জিনাত আরা অর্থির সঙ্গে তার জুটি ৪১ রানের। এছাড়া কেউ তাকে সঙ্গ দিতে পারেনি। জিনাত করেন ২২ রান। এছাড়া রুবায়া হায়দার ঝিলিক ১৮ ও লতা মন্ডল ১৩ রান করেন।
বল হাতে লাল দলের দিশা বিশ্বাস, রিতু ও মানজিদা মেঘলা ২টি করে উইকেট নেন। ১ উইকেট নেন পান্না ঘোষ।
ল্য তাড়ায় ৩৯ রানে ৪ উইকেট হারায় সবুজ দল। অধিনায়ক শারমীন সুলতানা (১), দিলিরা দোলা (০), সানজিদা ইসলাম (১২) ও সুমাইয়া আক্তার (৬) দ্রুত সাজঘরে ফেরেন। এরপর জুটি বাঁধেন রুমানা ও রিতু মণি। তাদের অবিচ্ছিন্ন ১২০ রানের জুটিতে সবুজ দল সহজেই জয়ের বন্দরে নোঙর ফেলে। রুমানা ১৪৮ বলে ৯ বাউন্ডারিতে ৮০ রান করেন। রিতু ৮০ বলে ৫ বাউন্ডারিতে ৫১ রানের ইনিংসটি সাজান।
বল হাতে লতা মন্ডল ২টি এবং নাহিদা ও পূজা ১টি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ সবুজ দল নীল দলের কাছে ৯ উইকেটে হেরেছিল। ফাইনালে তারা প্রতিশোধ নিতে পারে কি না সেটাই দেখার।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার আফজালর রহমান মাসুমের মৃত্যুতে দুই দলের খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।