Published : Thursday, 11 March, 2021 at 12:00 AM, Update: 11.03.2021 1:54:53 AM
তানভীর দিপু: স্বাধীনতা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে গতকাল জয় পেয়েছে কোটবাড়ি, জিপসি, ভুবনঘর ও ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনের প্রথম ম্যাচ ছাড়া আর কোন ম্যাচে প্রতিদ্বন্দীতা হয়নি। বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়েছে জয়ী দলগুলো।
দিনের প্রথম ম্যাচে মাত্র ৪ রানে বারপাড়া একাদশকে হারায় কোটবাড়ি একাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে কোটবাড়ি। ১০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে নাজমুল ৪৬ এবং পাপন ৩৫ রান করেন। বারপাড়ার শাহীন ও মেহেদী ৩টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসে বারপাড়া। লক্ষ্য থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই থামে বারপাড়ার লড়াই। ১৩১ রানে শেষ হয় ১০ ওভার।
দ্বিতীয় খেলায় সুয়াগঞ্জ স্পোর্টিং কাবের বিপক্ষে ৬৫ রানের বিশাল জয় পায় জিপসি আল্টিমেটাম। টসে জিতে ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৬ রানের বিশাল সংগ্রহ করে জিপসিরা। দলের পক্ষে তালেব ৩১ ও রকি ৪৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০১ রানে থামে বারপাড়া। জিপসি আল্টিমেট ৬৫ রানের বিশাল জয় পায়।
তৃতীয় ম্যাচে ঝিরঝির একাদশকে ৫ উইকেটে হারায় ভুবনঘর একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে থামে ঝিরঝির। ১০ ওভারে এই সংগ্রহ করতে তারা ১০ উইকেটই হারায়। জবাবে ভুবন ঘর একাদশ ব্যাটিংয়ে নেমে আবুল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে ঝিরঝির একাদশকে হারায়। ভুবনঘরের আবুল হোসেন একাই করেন ৬২ রান।
দিনের শেষ ম্যাচে সিজেডএস লিজে-স’০৮ কে ৭ উইকেটে হারায় অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। টসে জিতে ব্যাট করতে নামে লিজেন্ডসরা। ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৩ রান করে কুমিল্লা জিলা স্কুলের ২০০৮ ব্যাচের এই দলটি। জবাবে ব্যাট করতে নেমে অনায়াসে জিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলটি। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৭ উইকেটের বিশাল জয় পায় দলটি। কুমিল্লা জিলা স্কুল ও অপরাজেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাচটি দেখতে মাঠে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি, কুমিল্লায় আলোচিত নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ। তাঁরা উপস্থিত থেকে নিজের দলের ম্যান অব দ্যা ম্যাচ পুরষ্কার তুলে দেন।