ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাসানচরে রোহিঙ্গাদের খোঁজ নিতে আসছে জাতিসংঘের প্রতিনিধি দল
Published : Sunday, 14 March, 2021 at 1:59 PM
ভাসানচরে রোহিঙ্গাদের খোঁজ নিতে আসছে জাতিসংঘের প্রতিনিধি দলবাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে পুনর্বাসন করা মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের খোঁজখবর নিতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল যাচ্ছে বিচ্ছিন্ন ওই দ্বীপটিতে।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক এক কর্মকর্তা শনিবার গণমাধ্যমকে এ কথা জানান। খবর আনাদোলুর।
 
বাংলাদেশ সরকার এ পর্যন্ত ১৩ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসন করা হয়েছে। মোট এক লাখ রোহিঙ্গাকে ওই চরটিতে পুনর্বাসনের পরিকল্পনা আছে।

এরই মধ্যে বাংলাদেশ সরকার সেখানে ৩৫ কোটি ডলার ব্যয়ে মাটি থেকে চার ফুট উঁচু করে এক হাজার ৪০০টি ক্লাস্টার হাউস ও ১২০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে।
 
প্রথম থেকেই বেশ কয়েকটি এনজিও, মানবাধিকার সংগঠন এবং মানবাধিকার সংস্থা রোহিঙ্গাদের ভাসানচরে পুনর্বাসনের বিরোধিতা করে আসছিল। এ কারণে সচক্ষে তাদের অবস্থান পর্যবেক্ষণের জন্য প্রতিনিধি পাঠাচ্ছে জাতিসংঘ।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের শরণার্থীবিষয়ক কর্মকর্তা মোস্তফা মো. সাজ্জাদ শনিবার গণমাধ্যমকে জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে শিগগিরই জাতিসংঘের প্রতিনিধিদল ভাসানচর পরিদর্শনে আসবে।

উল্লেখ্য, মিয়ানমারে সেনাবাহিনী এবং কট্টরপন্থি বৌদ্ধ বর্ণবাদীদের ভয়াবহ হামলা ও নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেন ১২ লাখ রোহিঙ্গা।