ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সাক্ষাত এপ্রিলেই
Published : Sunday, 14 March, 2021 at 2:03 PM
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সাক্ষাত এপ্রিলেইআগামী এপ্রিলের ৯ তারিখে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাত হতে পারে। আগামী মাসে জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে সফর করবেন।

তিনিই প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত করতে যাচ্ছেন। রোববার জাপানের ইয়োমিউরি প্রত্রিকায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কোনো সূত্রের বরাত না দিয়েই ইয়োমিউরির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই রাষ্ট্রনেতা দু'দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদারে বিভিন্ন পদক্ষেপের বিষয়ে একমত হবেন এবং ভারত ও প্রশান্ত মহাসাগরে চলাচলের স্বাধীনতার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় কাজ শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অবশ্য কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি। মন্ত্রিসভার প্রধান সেক্রেটারি কাতসুনোবু কাতো শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, এপ্রিলের প্রথম দিকেই সুগা যুক্তরাষ্ট্র সফরে যাবেন।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হওয়ার পর তার সঙ্গে প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে দেখা করেছিলেন জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে।

শুক্রবার ভারত এবং অস্ট্রেলিয়ার সঙ্গে একটি ভার্চ্যুয়াল সম্মেলনে যোগ দেন বাইডেন এবং সুগা। এদিকে, আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্র এবং জাপানের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা। টোকিওতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

করোনা মহামারির কারণে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আগের মতো দেখা-সাক্ষাত হয় না বললেই চলে। এখন বেশিরভাগ মিটিং বা সম্মেলন ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।