রাজধানীর পুরানা পল্টনে রেইনবো টাওয়ার নামে বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম লিজা আক্তার (৩৩)।
রবিবার (১৪ মার্চ) দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত লিজা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা শাহনেওয়াজের বাসায় ছয় মাস ধরে গৃহকর্মীর কাজ করে আসছিলেন।
পল্টন থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, শনিবার রাতের কোনও এক সময়ে লিজা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ব্যাংক কর্মকর্তার বরাত দিয়ে পুলিশ জানায়, লিজা ব্যাংক কর্মকর্তা শাহনেওয়াজের বাসায় ছয় মাস ধরে কাজ করতেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলায়। তার বাবার নাম সোলেমান। শনিবার রাতে লিজা তার গ্রামের বাড়িতে থাকা স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার সময় তর্কবিতর্ক করেন। এ কারণে অভিমানে আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল বলেন, ‘পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’