ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিন জুয়েলার্সকে ৭০ হাজার টাকা জরিমানা
Published : Monday, 15 March, 2021 at 12:00 AM
ওজন ও পরিমাপ মানদ- আইনে তিন জুয়েলার্সকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (১৪ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ঢাকা মহানগরীর মিরপুর এলাকার বাগদাদ শপিং কমপ্লেক্সে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মেসার্স লিমা জুয়েলার্স ভেরিফিকেশন সনদগ্রহণ ব্যতীত এএনডি ব্রান্ডের একটি ডিজিটাল স্কেল ব্যবহার করায় ও পণ্য লেনদেনের ক্ষেত্রে গ্রামের পরিবর্তে ভরি ব্যবহার করায় ৩০ হাজার টাকা, একই অপরাধে মেসার্স আমির জুয়েলার্সকে ২০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।
এছাড়াও মেসার্স মালঞ্চ জুয়েলার্সকে এএনডি ব্রান্ডের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় বিএসটিআই ২০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।