কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন মোটরসাইকেল মার্কেটে আগুন
Published : Monday, 15 March, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: শনিবার গভীর রাতে কুমিল্লা সদরের ক্যান্টনমেন্ট মার্কেট সংলগ্ন নিশ্চিন্তপুর (নামার বাজার) এলাকার বৃহত্তর হাজি মার্কেট ''হুন্ডা মার্কেট" আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা মার্কেটের পেছনের অংশটি। আগুনের তান্ডবে মার্কেটটি এখন কেবলই ধ্বংসস্তুপ!! পোড়া দোকানগুলোর সাথে পুড়ছে ব্যবসায়ীদের স্বপ্ন আশা ও জীবিকার একমাত্র অবলম্বন। ব্যবসায়ীদের হাহাকারে একাকার গোটা এলাকা।
আগুনে গোডাউন সার্ভিস সেন্টার শোরুম সহ প্রায় ২৫/২৬ টি দোকান পুড়ে পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় চৌধুরী মটরসে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ২ ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততণে পুড়ে ছাই হয়ে যায় ২৫/২৬টি দোকান। তবে এতে হতাহতের কেন ঘটনা ঘটেনি বলে জানা গেছে। প্রায় প্রতিটি দোকানেই দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতাও অনেক বেশি ছিলো বলে জানায় প্রত্যদর্শীরা। কিছুণ পরপর মোটরসাইকেল এর তেলের টাংকি বিস্ফোরণের শব্দে গোটা এলাকা আতংক ছড়িয়ে পরে। ভোর ৬টায় পুরোপুরি নিয়ন্ত্রনে আসে মার্কেটের আগুন। এসময় ব্যবসায়ীদের কান্নায় ভারী হয়ে ওঠে মার্কেটের আশপাশের এলাকা। য়তির সঠিক পরিমাণ এখনো বিস্তারিত জানা যায়নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ারসার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার উপ সহকারী পরিচালক নজমুজ্জামান জানান, রাত সাড়ে ৩টার পর নিশ্চিন্ত হাজী ম্যানসনে (হোন্ডা মার্কেট) অগ্নিকা-ের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘন্টার অধিক সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকা-ের সঠিক কারণ তদন্ত সাপেক্ষে জানাজা যাবে। স্থানীয়রা জানিয়েছে অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, কোতোয়ালি মেডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক, ২নং উত্তর দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ স্থানীয় আওয়ামিলীগ নেতৃবৃন্দ। এসময় উপজেলা পরিষদের প থেকে তিগ্রস্ত ব্যবসায়ীদের শান্তনা ও সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান।