ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী-
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠান হবে দুই দিনব্যাপি
১৭ মার্চ শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক আয়োজন ১৮ মার্চ
Published : Monday, 15 March, 2021 at 12:00 AM
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠান হবে দুই দিনব্যাপিতানভীর দিপু:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় জাঁকজমকভাবে দুই দিনব্যাপি উদযাপন করবে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। ১৭ মার্চ বুধবার সকাল ৯টায় নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ১টা ৪৫ মিনিটে সকল মসজিদে দোয়া এবং ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। ১৭ মার্চ বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো তা নেয়া হয়েছে পরদিন ১৮ মার্চ। ১৭ মার্চ জাতীয় বিভিন্ন অনুষ্ঠানমালা থাকার কারণে কুমিল্লাবাসীর অংশগ্রহনের সুবিধার্থে সূচীতে পরিবর্তন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।  এসময় কুমিল্লা স্টেডিয়াম মিলনায়তনে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, অর্থ সম্পাদক আলী মনসুর ফারুক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
তিনি জানান, ১৮ মার্চ বিকাল সাড়ে ৪টা থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় দিনের আয়োজন। ৪ টা ৩০ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। ৪টা ৪০ মিনিটে শতকন্ঠে জাতীয় সংগীত। এরপরই থিম সং, কেক কাটা, আলোচনা সভা ও আতশবাজি। সন্ধ্যা ৭ টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরফানুল হক রিফাত জানান, শতািিব্দর মহানায়ক, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কুমিল্লার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার। এছাড়াও অন্যান্য কেন্দ্রিয় নেতৃবৃন্দগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।