মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির আবেদনঅবিলম্বে
আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ পুনরায় চালু করার দাবিতে তিতাস গ্যাস পাইপ
লাইন নির্মান ঠিকাদার মালিক সমিতির আয়োজনে সংবাদ সম্মেলন ঢাকা রিপোর্টাস
ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে একাত্মতা পোষণ করেন
বাখরাবাদ গ্যাস পাইপ লাইন নির্মান ঠিকাদার মালিক সমিতির নেতৃবৃন্দ।সংবাদ
সম্মেলনে বলা হয়, কুমিল্লার আওতাধীন নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, লাকসাম,
চৌদ্দগ্রাম, বসুরহাট, কবিরহাট, চাঁদপুর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মাইজদী,
গৌরীপুর, দেবিদ্বার ও ব্রাহ্মণবাড়িয়ায় বিগত প্রায় ৫ বছর আবাসিক গ্যাস সংযোগ
বন্ধ রয়েছে। পেট্রোবাংলার আদেশের প্রেক্ষিতে ইতিপূর্বে বিজিডিসিএল কর্তৃক
অনুমোদিত ও ইস্যুকৃত নিরাপত্তা জামানতের অর্থ পরিশোধিত অপেক্ষমান নতুন
গ্রাহকদের গ্যাস সংযোগ না পেয়ে আবাসিক গ্রাহকদের মাঝে হতাশা ও ক্ষোভ দেখা
দিয়েছে। বর্তমানে নতুন সংযোগের জন্য প্রায় ২০ হাজার আবেদন জমা পড়ে রয়েছে।
এছাড়াও প্রায় ৪০ হাজার গ্রাহকের ডিমান্ড নোটের টাকা জমা আছে, রাইজার
উত্তোলনের অপেক্ষায় প্রায় ৪০ হাজার এবং শুধুমাত্র সংযোগের অপেক্ষায় রয়েছে
অন্তত ২০ হাজার আবাসিক গ্রাহক। এমতাবস্থায় পেট্রোবাংলার আদেশ ঠিকাদারসহ
গ্রাহকের মাঝে উদ্বিগ্নতা সৃষ্টি করেছে। নতুন সিদ্ধান্তের কারণে পুরনো
আবেদনগুলো অনিশ্চিত হয়ে পড়েছে। কেবল সংযোগ নয় এই সিদ্ধান্তের দোহাই দিয়ে
কর্তৃপক্ষ চুলা বৃদ্ধি, বাণিজ্যিক পুন:সংযোগ, রাইজার স্থানান্তর, নাম
পরিবর্তন ও সম্প্রসারণ লাইন পর্যন্ত বন্ধ রেখেছেন। অপেক্ষমান গ্রাহকগণ
বিজিডিসিএল এর অনুমোদন অনুযায়ী প্রচুর অর্থ ব্যয় করে জিআই পাইপ দিয়ে
আভ্যন্তরীণ পাইপ লাইন নির্মাণ করেছেন এবং বিজিডিসিএল কর্তৃপক্ষের সাথে
চুক্তি সম্পাদন করেন। বিজিডিসিএল কর্তৃপক্ষ যথাসময়ে আবাসিক গ্যাস সংযোগ
প্রদান না করায় গ্রাহকগণ ঠিকাদারদের সাথে অশোভন আচরণ, হয়রানি, নাজেহালসহ
অপমান ও অপদস্থ করছে বলে জানান। বিজিডিসিএল এর তালিকাভুক্ত প্রায় ৪ শতাধিক
ঠিকাদার নিয়মিত ট্যাক্স প্রদান করে সরকারের রাজস্ব খাতে বিশেষ ভূমিকা পালন
করে আসছে। বিজিডিসিএল কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিয়ে বছরের পর বছর
আবাসিক গ্যাস সংযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখছেন গ্রাহকদের। এ কারণে গ্রাহকগণ
ক্ষোভের বশবর্তী হয়ে ঠিকাদারগণকে হুমকি দিচ্ছে। এ কারণে ঠিকাদারগণ অসহায়
অবস্থায় দিনাতিপাত করছে এবং তাদের সাথে সংশ্লিষ্ট কয়েক হাজার লোক কর্মহীন
হয়ে পড়েছে। এক্ষণে ঠিকাদারগণ আর্থিক অনটনে দুর্বিসহ জীবন যাপন করছেন। তাই
অবিলম্বে উদ্ভুত সমস্যা সমাধানে দ্রুত চুলা বর্ধিতকরণ, নাম পবিরর্তন,
রাইজার স্থানান্তর, পুন:সংযোগ এর কাজ চালু এবং সিরিয়ালে জেলা উপজেলা
গ্রাহকগণের দ্রুত আবাসিক গ্যাস সংযোগ প্রদানের নির্দেশনা প্রদান করার জোড়
দাবি জানান বিজিডিসিএল ঠিকাদার নেতৃবৃন্দগণ। ৪০০ জন ঠিকাদারসহ আরো ৪০০
পরিবারের সদস্য আবাসিক গ্যাস সংযোগ কাজে জড়িত আছেন এবং তাদের আয়ের উপরে
তাদের পরিবারের ভরণ পোষণ নির্ভর করছে। আবাসিক খাতে বর্ধিত গ্যাস সংযোগ বন্ধ
থাকায় তালিকাভুক্ত ঠিকাদারগণ পরিবার পরিজন নিয়ে মানবতার জীবন যাপন করছে।
আমরা এ দেশের নাগরিক হিসাবে দাবি করছি অনতিবিলম্বে আবাসিক গ্যাস সংযোগ
প্রদান কার্যক্রম শুরু করার জন্য। উল্লেখ যে, ১ মিলিয়ন গ্যাস=১০ লক্ষ
সিএফটি, একটি দ্বৈত চুলায় গ্যাস ব্যবহার করা হয় ২১ সিএফটি। বর্তমানে
বিজিডিসিএল এর আবাসিক খাতে গ্যাস ব্যবহার হয় সর্বোচ্চ ৪০ মিলিয়ন। বিগত ৪
বছর যাবত অপেক্ষমান আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ প্রদানসহ আবাসিক সংযোগ
চালু করলে প্রতিদিন ৫০০ মিলিয়ন গ্যাস এর মাত্র ১০ থেকে ১২% গ্যাস আবাসিক
খাতে ব্যবহার হবে। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার গ্রামকে শহর করবেন,
এমপিগণ নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন এইবার সরকার গঠন করলে ঘরে ঘরে আবাসিক
গ্যাস সংযোগ পৌছে দিবেন। অবিলম্বে সকল ধরনের আবাসিক গ্যাস সংযোগ ও চুলা
বর্ধিকরণ চালু করার লক্ষ্যে পূর্বের ন্যায় আবাসিক গ্যাস সংযোগও সংশ্লিষ্ট
অন্যান্য কার্যক্রম চালু করার জন্য সফল প্রধানমন্ত্রীর নিকট কুমিল্লাবাসীর
পক্ষে ঠিকাদার নেতৃবৃন্দগণ অনুরোধ জানিয়েছেন। এক্ষণে কবিরহাট গ্যাস সংযোগের
সরকারি নির্দেশনার প্রেক্ষিতে বাখরাবাদ ঠিকাদারী ফোরাম বাখরাবাদের অধিনস্থ
সমগ্র এলাকায় পুন:সংযোগ, রাইজার স্থানান্তর, নাম পরিবর্তন, চুলা বর্ধিতকরণ
এর জোড় সুপারিশ করছি। এমতাবস্থায় আবাসিক গ্যাস সংযোগের নিমিত্তে
চাহিদাপত্রের জমাকৃত ফি জমা দেওয়ার অনুমতি ও নতুন আবাসিক গ্যাস সংযোগ,
পুন:সংযোগ, রাইজার স্থানান্তর, নাম পরিবর্তন, চুলা বর্ধিতকরণ অগ্রাধিকার
ভিত্তিতে প্রদানের জন্য অনুরোধক্রমে অনুমোদন কামনা করেন বিজিডিসিএল ঠিকাদার
ফোরামের সভাপতি আরিফুর রহমান আরব ও সাধারণ সম্পাদক মো: খোরশেদ আলম সরকার।
বাখরাবাদ
গ্যাস পাইপ লাইন নির্মান ঠিকাদার মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান আরব ও
সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকারের নেতৃত্বে ঢাকা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ
করেন বাখরাবাদ গ্যাস পাইপ লাইন নির্মান ঠিকাদার মালিক সমিতির সকল
নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর আব্দুল হামিদ মাসুক, হেলাল
উদ্দিন ভূইয়া, সহসভাপতি এস এম জাকির হোসেন মিন্টু, কাজী জহিরুল ইসলাম
হাবিব, মামুনুর রশিদ মামুন, মোতাহের হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কবির
হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালাম, সহ সাংগঠনিক সম্পাদক কাজী
আব্দুল অদুদ রবি, মোঃ হাসান আহমেদ, জাকির হোসেন মজুমদার, অর্থ সম্পাদক মোঃ
ইদ্রিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন আহমেদ চৌধুরী,সহ
প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী মোঃ জাকির হোসেন, দপ্তর সম্পাদক মোঃ
শাহাদাত হোসেন নয়ন, আরো উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, মোঃ ছায়েদুল আলম,
জসিম উদ্দিন খান, আনোয়ার হোসেন, সেলিম, মমিনুল ইসলাম সহ সকল নেতৃবৃন্দ।
বাখরাবাদ গ্যাস পাইপ লাইন নির্মান ঠিকাদার মালিক সমিতির পক্ষ থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খোরশেদ আলম সরকার।