সাবেক স্বামীর মামলায় কারাবন্দি মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার রিমান্ডের আবেদন করবে পুলিশ।
তেজগাঁও বিভাগের ডিসি হারুণ অর রশীদ বলেন, আদালত জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেও প্রয়োজনে রোমানাকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।
তিনি বলেন, জেলগেটে জিজ্ঞাসাবাদ করে যদি সন্তোষজনক কোনো কিছু না পাই, তা হলে আবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হবে। তা হলে যারা অভিযোগ করেছেন তাদের সঙ্গে কথা বলতে পারব। স্বর্ণার অ্যাকাউন্টে কারা টাকা পাঠিয়েছেন তাও জানতে পারব।
গত বৃহস্পতিবার সাবেক স্বামীর কাছ থেকে কোটি টাকারও বেশি আত্মসাৎ করার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে স্বর্ণাকে গ্রেফতার করে পুলিশ।
স্বর্ণা ছাড়াও তার মা আশরাফুল ইসলাম শেইলি (৬০) ও ছেলে আন্নাফিকে (২০) গ্রেফতার করা হয়।
পর দিন শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইনস্পেক্টর দুলাল হোসেন মডেল আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।
আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে একদিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
ডিসি হারুণ বলেন, শুধু সৌদি প্রবাসী কামরুল নয়, তার প্রতারণার শিকার হয়েছেন আরও অনেকে। অনেক প্রবাসী থানায় ও আমাদের মোবাইলে ফোন করে মডেল স্বর্ণার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
‘অভিযোগগুলো আসলে আমরা সঠিকভাবে বলতে পারব তার কয়টি বিয়ে হয়েছিল। তবে একাধিক বিয়ে তো তিনি অবশ্যই করেছেন।’
তিনি আরও জানান, ধনী ব্যক্তিদের টার্গেট করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল রোমানার প্রধান ব্যবসা। প্রাথমিকভাবে তার একাধিক স্বামী থাকার কথা জানা গেছে বলেও জানান ডিসি হারুণ।