ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৬ রানে ৪ উইকেট নিলেন দিলশান (ভিডিও)
Published : Monday, 15 March, 2021 at 1:08 PM
শ্রীলংকার সাবেক তারকা অলরাউন্ডার তিলকারত্নে দিলশানের বয়স এখন ৪৪।  আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সেই ২০১৬ সালে। কিন্তু চার বছর পরও তার খেলা দেখলে মনে হবে এখনও সাবেক হননি।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের রোববারের ম্যাচে ২৫ বছরের তাগড়া যুবকের মতোই পারফরম করেছেন দিলশান।

ক্রিকেটের বুড়োদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট-বলে ধারাবাহিক দিলশান। শ্রীলংকা লিজেন্ডসকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।

তবে রোববার রাতে ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষের ম্যাচে দিলশানের পারফরম্যান্স ছিল অসাধারণ।  বলতে গেলে তিনি একাই কেভিন পিটারসেনের দলকে পরাজিত করেছেন।

দিলশানের অলরাউন্ডিং পারফরম্যান্সের ওপর ভর করে ভারতের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে শ্রীলংকা লিজেন্ডস।

৬ রানে ৪ উইকেট নিলেন দিলশান (ভিডিও)বল হাতে মাত্র ৬ রান দিয়ে ৪ উইকেট নেন দিলশান। ব্যাটিংয়ে ২৬ বলে করেন ৬১ রানের অপরাজিত টর্নেডো ইনিংস।

এমন বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনিই।

টস হেরে ব্যাট করে দিলশানের স্পিনজাদুতে ৯ উইকেট হারিয়ে ৭৮ রানের বেশি করতে পারেনি ইংল্যান্ড।

নিজের প্রথম স্পেলে দিলশানের বোলিং ফিগার ছিল ২-১-১-৩। ফলে প্রথম পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৬ রান করতে পারে ইংল্যান্ড।

জবাবে দিলশানের মারমার কাট ব্যাটিংয়ের সুবাদে মাত্র ৭.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় লংকান লিজেন্ডস।

দশম ওভারে দ্বিতীয়বারের মতো আক্রমণে এসে শেষ বলে ফেরান ২৪ বল খেলে ৬ রান করা ওয়াইজ শাহকে।

এ সময় ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২২ রান। নিজের শেষ ওভারে উইকেট পাননি দিলশান।  চার ওভারে তাদের বোলিং ফিগার দাঁড়ায় ৪-১-৬-৪।
ম্যাচ হাইলাইটস দেখুন-