ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইয়াংগনের এক হাসপাতালে ৩৪ লাশ
Published : Monday, 15 March, 2021 at 1:22 PM
ইয়াংগনের এক হাসপাতালে ৩৪ লাশমিয়ানমারের বৃহত্তম শহর ও বাণিজ্যিক রাজধানী ইয়াংগনের হ্লাইংথায়া শিল্পাঞ্চলে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

রোববার হ্লাইংথায়া এলাকার একটি হাসপাতাল ৩৪টি মৃতদেহ গ্রহণ করেছে ও ৪০ জন আহতকে ভর্তি নিয়েছে বলে বার্তা সংস্থা মিয়ানমার নাও জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টাসের প্রতিবেদনে বলা হয়, এদিন ওই শিল্পাঞ্চলে চীনা অর্থায়নে নির্মিত বেশ কয়েকটি গার্মেন্ট কারখানায় অজ্ঞাত হামলাকারীরা অগ্নিসংযোগ করার পর নিরাপত্তা বাহিনী সামরিক জান্তাবিরোধী প্রতিবাদকারীদের ওপর গুলি ছুড়েছিল।

এতে সেখানে অন্তত ২২ জন গণতন্ত্রপন্থি আন্দোলনকারী নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) এর আগে জানিয়েছিল।   

এসব ঘটনার পর ইয়াঙ্গনের হ্লাইংথায়া ও শোয়েপিথা শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে বলে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।

মিয়ানমারের চীনা দূতাবাস বলেছে, হ্লাইংথায়ায় অজ্ঞাত হামলাকারীরা গার্মেন্ট কারখানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছে, এতে অনেক চীনা কর্মী আহত ও অনেকে ভিতরে আটকা পড়েছেন; তারা চীনা সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষা দিতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।

বিক্ষোভকারীদের ধারণা, চীন মিয়ানমারের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে, যদিও বেইজিং তা অস্বীকার করেছে।

হ্লাইংথায়ায় চারটি গার্মেন্ট কারখানা ও একটি সার কারখানায় আগুন দেওয়া হয়েছে বলে মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত মায়াবতী টেলিভিশন জানিয়েছে।