ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নেপালে চ্যাম্পিয়ন হতেই লড়বে বাংলাদেশ
Published : Monday, 15 March, 2021 at 8:11 PM
নেপালে চ্যাম্পিয়ন হতেই লড়বে বাংলাদেশ দেড় বছরেরও বেশি সময় পর জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার মাসুক মিয়া জনি। ২০১৯ সালে তাজিকিস্তানে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বসুন্ধরা কিংসের এই মিডফিল্ডার। তারপর থেকে ছিলেন জাতীয় দলের বাইরে।

নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় আমন্ত্রণমূলক টুর্নামেন্টের দলে জনিকে রেখেছেন কোচ। সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলন। মাসুক মিয়া জনি প্রথম দিন অনুশীলন শেষে বললেন, ‘দলে নতুন বেশ কয়েকজন খেলোয়াড় আছেন যারা লিগে ভালো পারফর্ম করে জায়গা করে নিয়েছেন। তাদের সঙ্গে পুরনোদের বোঝাপড়ার কোনো সমস্যা হবে না।’

জনি যোগ করেন, ‘১৯ মাস পর জাতীয় দলে ফিরেছি। যারা ডাক পেয়েছেন সবাই তো পরিচিত। লিগে তাদের সঙ্গে ও বিপক্ষে খেলেছি। এখন তাদের দেখে ভালো লাগছে। নেপালের ও আমাদের আবহাওয়া প্রায় একইরকম। তারপরও আমরা ম্যাচের ৫ দিন আগে যাচ্ছি। এই কয়দিনে আমরা খাপ খাইয়ে নিতে পারব।’

নেপালে কি লক্ষ্য নিয়ে যাচ্ছেন? মাসুক মিয়া জনি বলেন, ‘খেলায় জয়-পরাজয় থাকবেই। আমরা চাইব ভালো পারফরম্যান্স করতে। এটা আসলে প্রস্তুতিমূলক ম্যাচ হয়ে যাবে। কারণ, জুনে আমাদের বিশ্বকাপ বাছাই ম্যাচ। আমরা ভালো পারফরম্যান্স করে ফাইনালে উঠতে এবং চ্যাম্পিয়ন হতে চেষ্টা করব।’