অনেকদিন ধরেই চেষ্টা করে যাচ্ছিলেন বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার। অবশেষে চেষ্টা সার্থক হয়েছে। নাইজেরিয়ান স্ট্রাইকার এলিটা কিংসলে এখন বাংলাদেশের নাগরিক। জন্মস্থানের নাগরিকত্ব ছেড়ে পুরোদস্তুর বাংলাদেশি হয়ে ওঠার চেষ্টায় ৩১ বছর বয়সী ফুটবলার।
২০১১ সালে বাংলাদেশে এসে খেলা শুরু করেন কিংসলে। পরের বছর মন দেওয়া-নেওয়া করে বিয়ে করেন বাঙালি মেয়ে লিজাকে। সেই ঘরে একটি মেয়েও আছে। নামও বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা- এলিটা সাফিরা।
বিয়ের পর থেকেই বাংলাদেশের নাগরিকত্ব নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন কিংসলে। ২০১৬ সালে আবেদন করেছিলেন তিনি। আর এই ফাঁকে এই দেশের ভাষা-সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছিলেন। এরই মধ্যে বাংলাদেশের জাতীয় সংগীতের প্রথম দুই লাইন রপ্ত করে ফেলেছেন।
কিংসলে বলেছেন, ‘এই দেশে বিয়ে করার পর এখানেই ধাতস্থ হওয়ার চেষ্টা করছি। বাংলা ভাষা অল্প অল্প বলতে পারি। জাতীয় সংগীতের প্রথম দুই লাইন মুখস্ত করেছি (গেয়েও শোনালেন)। আসলে আমার মেয়ে এলিটা সাফিরা আমাকে সবকিছু শেখাচ্ছে।’
এরপরই তার ঘোষণা, ‘নাগরিকত্ব পাওয়ার পর থেকে আমি তো পুরোপুরি বাংলাদেশি। এখন থেকে সবকিছু রপ্ত করার চেষ্টা করবো।’
প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে বসুন্ধরা কিংসে নাম লেখাতে পারেন কিংসলে। লিগে পারফর্ম করেই বাংলাদেশ দলে জায়গা করে নেওয়ার লক্ষ্য তার, ‘আমি একটা দলের হয়ে প্রিমিয়ার লিগে খেলবো। ক্লাব যখন ঘোষণা দেবে তখন থেকেই আমি সেই ক্লাবের একজন হয়ে খেলবো। আগামী ছয় মাস আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। লিগে ভালো করতে পারলে তখন বাংলাদেশ দলে খেলার ইচ্ছা আছে।’