ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পাচারকালে ৪২০০ কেজি জাটকা জব্দ, আটক ৬
Published : Tuesday, 16 March, 2021 at 12:00 AM
চাঁদপুরে পাচারকালে চার হাজার ২০০ কেজি ইলিশের পোনা জাটকা জব্দ করা হয়েছে। এ সময় ছয় জনকে আটক করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদ- দেওয়া হয়েছে। জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। রবিবার মধ্যরাতে চাঁদপুর নৌপুলিশ ও কোস্টগার্ড পৃথক অভিযানে এই জাটকা জব্দ করে।
নৌপুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া এলাকায় মেঘনা নদীর পাড়ে বাগানে অভিযান চালিয়ে তিন হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এছাড়া শহরের কালীবাড়ি এলাকায় কোস্টগার্ডের আরেক অভিযানে এক হাজার ২শ’ কেজি জাটকাসহ ছয় পাচারকারীকে আটক করা হয়।
হরিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোহাম্মদ নাসিম হোসেন বলেন, ‘নৌপুলিশ সুপার কামরুজ্জামানের নির্দেশে আমরা মেঘনা নদীর পাড়ের একটি বাগানে অভিযান চালাই। অভিযানের খবর পেয়ে সবাই পালিয়ে যায়। পরে সেখান থেকে তিন হাজার কেজি জাটকা জব্দ করা হয়। পরে সোমবার সকালে নৌপুলিশ সুপার ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় দরিদ্র মানুষের মাঝে জব্দকৃত জাটকা বিতরণ করা হয়।’
এদিকে কোস্টগার্ড জানায়, রবিবার মধ্যরাতে শহরের কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি জাটকাসহ ছয় পাচারকারীকে আটক করা হয়। এ সময় জাটকা পরিবহনে জড়িত একটি পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করে হয়। পরে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের অর্থদ- দেওয়া হয়।