ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভ্যাকসিনের আওতায় আসছেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা
Published : Wednesday, 17 March, 2021 at 2:09 PM
ভ্যাকসিনের আওতায় আসছেন প্রথম শ্রেণির ক্রিকেটাররাআগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)।প্রথম দুই রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের পাওয়া না গেলেও বেশিরভাগ প্রথম শ্রেণির ক্রিকেটারদের নিয়েই দল গঠন করছে বিভাগগুলো। লিগের আগে তাই করোনার ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন ক্রিকেটাররা।

মঙ্গলবার থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৮ দলের ক্রিকেটাররা ভ্যাকসিন গ্রহণ করছেন নিজ নিজ জেলায়। এমন তথ্য জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম। তিনি বলেছেন, ‘মঙ্গলবার থেকে প্রতিটি জেলাতেই টিকা গ্রহণ শুরু হয়েছে। ক্রিকেটাররা নিজেদের সুবিধামতো জায়গায় থেকেই নিবন্ধন করে ভ্যাকসিন নিতে পারছে। এজন্য অপেক্ষা করতে হচ্ছে না। আমরা আশা করছি, নির্ধারিত সময়েই এনসিএল শুরু হবে।’

করোনায় এক বছরের বিরতির পর আগামী ২২ মার্চ মাঠে ফিরছে ঘরোয়া ক্রিকেট। সেটি ফিরছে লংগার ভার্সন দিয়েই। ৭ বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোসহ ৮টি দল দুই স্তরে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে।

লিগটি ২২ মার্চ থেকে শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রথম দুই রাউন্ডে অংশ নিতে পারবেন জাতীয় টেস্ট দলের সদস্যরা। সংক্ষিপ্ত সংস্করণের সদস্যরা নিউজিল্যান্ড সফরে থাকায় তাদের খেলার সম্ভাবনা খুব একটা নেই। কারণ এর পরেই আছে শ্রীলঙ্কা সফর। তবে প্রধান নির্বাচক জানিয়েছেন, চেষ্টা করা হবে যাতে তামিম-মুশফিকরা লাল বলে এক রাউন্ড খেলেই শ্রীলঙ্কায় যেতে পারেন।