জাতির বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী চান্দিনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কুমিল্লার চান্দিনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান হাবীবের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম।
এসময় রচনা প্রতিযোগিতা, কুইজ ও গল্প প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছা: আফরিণা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুক ময়েদুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।
অপরদিকে, মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ ও মাতৃভূমি মডেল মাদরাসায় বর্ণাঢ্য আয়োজনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
সকাল ১০টায় মাতৃভূমি ফাউন্ডেশন মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মাতৃভূমি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজ মূল ক্যাম্পাসের প্রিন্সিপাল কে.এম.এ.কে মহিউদ্দিনের পরিচালনায় মাতৃভূমি মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও কুমিল্লা মাতৃভূমি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আখতার হোসাইন এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মালেক।