ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
বরুড়ায় বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসায় নানা কর্মসূচির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ মাঠে শিশু সমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম, উপজেলা নিবাহী অফিসার মো. আনিসুল ইসলাম এবং বরুড়া পৌরসভার মেয়র মো. বকতার হোসেন। এরপর একে একে উপজেলা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিল, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে বিন¤্র শ্রদ্ধা জানানো হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কেক কাটা হয়। শেষে ওই স্থানে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, সুন্দর হস্তলেখা, বঙ্গবন্ধুর উপর লিখিত সংগীত, নৃত্য, গল্প বলা ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.এন.এম মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নাহিদা সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম এবং সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুল ইসলাম প্রমুখ। অপরদিকে দিবসটি উপলক্ষে সকালে বরুড়া উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পরিষদ জামে মসজিদে কুরআনখানি, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।