মুরাদনগরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
Published : Thursday, 18 March, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। বুধবার সকালে ৩১ বার তোপধ্বণি শেষে উপজেলা পরিষদে নবনির্মিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম রুহুল আমিন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুণ আল রশীদ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহম্মেদ সোহাগ, মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী ও উপজেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহামেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা ফ্যসিলেটর সোহেল রানা, আমার বাড়ি আমার খামারের সমন্বয়কারী আফজালের রহমান, মুরাদনগর কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম ও মুরাদনগর সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন প্রমুখ।
আলোচনা সভার শুরতে কোরআন তেলাওয়াত করেন কুরুন্ডি দাখিল মাদরাসার সুপার মাওলানা আ.ন.ম জসিম উদ্দিন ভুইয়া। গীতা পাঠ করেন গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা রানী সাহা।
আলোচনা সভা শেষে বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।