যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন
Published : Thursday, 18 March, 2021 at 12:46 PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশ দূতাবাস, নিউ ইয়র্কে জাতিসংঘ মিশন ও কনস্যুলেট জেনারেল।
করোনাভাইরাসের কারণে কোন অনুষ্ঠান আয়োজন সম্ভব না হলেও এ উপলক্ষ্যে বুধবার ভার্চুয়াল প্রাণের মেলা বসেছিল বেশ কয়েকটি।
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সেক্টর কমান্ডারস ফোরাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস’৭১, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মুক্তধারা ইত্যাদি সংগঠনের উদ্যোগেও আলোচনা সভা ও শিশুদের জন্য বিভিন্ন আয়োজন করা হয়।
রাজধানী ওয়াশিংটন ডি.সিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম। এরপর রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে ফুল দেন। পাঠ করা হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী।
এদিকে দিবসটি যৌথ উদ্যোগে উদযাপন করে জাতিসংঘ মিশন ও কনস্যুলেট জেনারেল নিউ ইয়র্ক।
বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ও কনস্যুলেট জেনারেল নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুনেনেসা।
শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল শিশু আনন্দমেলা। এতে নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপস্থাপন এবং নিজের অনুভূতি জানিয়ে বঙ্গবন্ধুকে চিঠি লেখা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। আয়োজনে আরও ছিল শিশুদের সমবেত সঙ্গীত, কবিতা পাঠ ও নৃত্যানুষ্ঠান।