ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পিএসজির অনুশীলন কেন্দ্র বন্ধ
Published : Thursday, 18 March, 2021 at 7:06 PM
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে পিএসজির অনুশীলন কেন্দ্র বন্ধকয়েকজনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনুশীলন কেন্দ্র বন্ধ করে দিয়েছে পিএসজি।

এক বিবৃতিতে বুধবার এই ঘোষণা দেয় ফরাসি লিগ ওয়ানের ক্লাবটি।

অনুশীলন কেন্দ্র বন্ধ থাকবে আগামী সোমবার পর্যন্ত এবং শুক্রবার হবে আরেক দফা স্ক্রিনিং সেশন।

ক্লাবটির পুরুষ দলের কেউ আক্রান্ত হয়নি; বুধবার তারা লিলকে ৩-০ গোলে হারিয়ে ওঠে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে। আঘাতটা এসেছে ক্লাবটির নারী দলের ওপর। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তারা স্পার্তা প্রাহার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচটি খেলতে পারেনি। স্পার্তার মাঠে ম্যাচটি হওয়ার কথা ছিল বুধবার।

ম্যাচটি বাজেয়াপ্ত হলে এবং ৩-০ গোলে হারের নিয়মে পড়লেও পরের রাউন্ডে উঠে যাবে পিএসজির নারীরা। প্রথম লেগে তারা জিতেছিল ৫-০ গোলে।

কিলিয়ান এমবাপে-আনহেল দি মারিয়াদের পরের ম্যাচ আগামী রোববার, লিগে পয়েন্ট তালিকার তিন নম্বর দল লিওঁর বিপক্ষে।