বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জন্মশতবর্ষে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। দেশের এ অর্জন বিরাট গৌরবের এবং আনন্দের।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এ অর্জন নতুন প্রজন্মকে উৎসর্গ করেছেন। এ উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলায়ও একযোগে আগামী ২৭ ও ২৮ মার্চ দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উযদপন করা হবে।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. তাহমিনা হক পপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মজিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শুভ সূত্রধর, উপজেলা শিক্ষা অফিসার সেলিম মুন্সি, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহেদুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ।