ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি
Published : Thursday, 18 March, 2021 at 9:15 PM
প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিআগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সরকারি নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদ।  বৃহস্পতিবার (১৮ মার্চ) সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুব্রত রায় যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, সরকার ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার নীতিগত যে সিদ্ধান্ত নিয়েছেন তা নতুন করে বিবেচনা করার সময় এসেছে। বিশ্ববিদ্যালয় খোলার আগে প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্কুল কলেজ খোলার বিষয়টি পুনর্বিবেচনার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দেওয়া হয়েছে আগামী ২৪ মে। বিশ্ববিদ্যালয় খোলার আগে স্কুল-কলেজ বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় খুলে কোমলমতি শিশুদের বিদ্যালয়ে আনার বিষয়টি নানা মহলে প্রশ্নবিদ্ধ হয়েছে।  কিন্তু এরই মধ্যে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন অভিজ্ঞ মহল।

এই পরিস্থিতিতে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয়সহ স্কুল ও কলেজ খোলার বিষয়টি পুনর্বিবেচনা করতে জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা গবেষণা পরিষদের নেতারা।