বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের শিশুদের উদ্যোগে তৈরিকৃত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার দ্বিতীয় সংখ্যা উন্মোচন করা হয়। বিকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দেয়ালিকাটি উন্মোচন করেন।
এর আগে প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে নানা বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল, বেলুন ও পায়রা উড্ডয়ন, রচনা, আবৃত্তি, কুইজ, দেশাত্মবোধক গান, একক নৃত্য, দলীয় নৃত্য প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, জন্মদিনের কেক কাটা ও নিবাসী শিশুদের মাঝে সমাজসেবা অধিদফতর নির্ধারিত অভিন্ন মেনু অনুযায়ি উন্নতমানের খাবার পরিবেশন। বিকালে শিশু কেন্দ্রের হলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রহুল আমীনের সভাপতিত্বে ও শিশু কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেমসিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর প্রমুখ।
আলোচনা সভার শুরুতে কেন্দ্রে নিবাসী শিশু আসমাউল হুসনা উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের রচিত শেখ রাসেলের জীবনী পাঠ করে প্রধান অতিথির হাতে এ জীবনী সম্বলিত ক্রেস্ট তুলে দেয়।