Published : Thursday, 18 March, 2021 at 9:46 PM, Update: 18.03.2021 9:50:51 PM
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, 'আমরা সোনার বাংলা এখনও গড়তে পারি নাই, সোনার মানুষ এখনও তৈরী করতে পারি নাই। আজকে যখন দেখি তথাকথিত ধর্মের নাম করে উস্কানী দিয়ে ভিন্নধর্মের মানুষদের উপর হামলা করা হয় তখন আমাদের হৃদয়ক্ষরণ হয়। সাম্প্রদায়িকতার বিষবাস্পের কোন ছোবল আমরা এখানে দেখতে চাই না। আমরা প্রশাসনকে অনুরোধ করবো যে কোন জাযগায় যদি এই সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো হয় তাদেরকে কঠোরহস্তে দমন করতে হবে।'
তিনি বৃহস্পতিবার (১৮ মার্চ) কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ আয়োজিত দু'দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগ সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ।
অনুষ্ঠানে শিশুদের নিয়ে একশো পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে দলীয় অংগসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, প্রতিষ্ঠান প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।