দাউদকান্দিতে আবাসিক হোটেল সিলগালা
Published : Friday, 19 March, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
অনৈতিক কাজের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দির গৌরীপুর ঈশা খাঁ সিএনজি ষ্টেশন সংলগ্ম হোটেল রয়েল গেষ্ট হাউজে অভিযান চালিয়েছে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার ( দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা ।
বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তিন যুবকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মো: ছালামের ছেলে মো: তুহিন (২৩), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার মো: নবীর হোসেনের ছেলে সজিব (২৪) এবং একই এলাকার রওশন আলীর ছেলে মো: রাজিব হোসেন (২৭)।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে অনৈতিক কাজের অপরাধে হোটেল রয়েল গেষ্ট হাউজ সিলগালা করেন । মোবাইল কোর্টের মাধ্যমে মো: তুহিনকে ১৫ দিনের জেল এবং মো: সজিব ও মো: রাজিব হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা বলেন, দাউদকান্দি উপজেলার মধ্যে অসামাজিক বা কোন ধরণের অনৈতিক কাজে জড়িত ব্যক্তি,সহযোগী বা ইন্দনদাতা কাউকেউ ছাড় দেওয়া হবেনা । দাউদকান্দি হবে অনৈতিকমুক্ত উপজেলা ।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ বলেন, এই ঘটনায় এক যুবককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে । দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এই ধরেণের ঘটনা বা অনৈতিক কাজ বন্ধ করতে প্রশাসন নজর রাখছেন বলে জানান তিনি ।