ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় ৫০ কেজি গাঁজা ও ৪ হাজার ইয়াবা উদ্ধার
Published : Friday, 19 March, 2021 at 12:00 AM, Update: 19.03.2021 1:17:46 AM
কুমিল্লায় ৫০ কেজি গাঁজা ও ৪ হাজার ইয়াবা উদ্ধারনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লায় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় পৃথক অভিযানে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার রেলওয়ে স্টেশন এবং আমতলী বিশ্বরোড এলাকায় পৃথক অভিযানে নারীসহ এই তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে  ৫০ কেজি গাঁজা ও ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার কালিগঞ্জ গ্রামের আব্দুল রহমানের ছেলে আব্দুস সোবহান (৩২), কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শাকতলী গ্রামের জসীমের মেয়ে সুমাইয়া আক্তার (১৯) একই গ্রামের আশরাফ আলীর মেয়ে আরিফা আক্তার (২১)
কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুছ সাকিব গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, অভিযানে আমতলী বিশ্বরোড এলাকা থেকে আব্দুস সোবহান (৩২) থেকে ৫০ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক করা হয়। কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকা থেকে সুমাইয়া আক্তার (১৯) ও  আরিফা আক্তার (২১) থেকে ৩৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, আসামীরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।