ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় মাহবুব উল আলম হানিফ
সাম্প্রদায়িক বিষ কঠোরহস্তে দমন করতে হবে
Published : Friday, 19 March, 2021 at 12:00 AM, Update: 19.03.2021 1:18:34 AM
সাম্প্রদায়িক বিষ কঠোরহস্তে দমন করতে হবেনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ধর্মের নামে উস্কানি দিয়ে অন্য ধর্মের মানুষের উপর হামলা চালানোর ঘটনা দেখলে দুঃখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছেন সোনার বাংলা গড়ার জন্য, সেই সোনার বাংলা আমরা এখনও গড়তে পারেনি। সোনার মানুষও তৈরি করতে পারেনি। আওয়ামী লীগের নেতা-কর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের বলবো- আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার জন্য, সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার জন্য নয়। যারা ধর্মের নামে এই সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে- তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই দলের কাছে সকল ধর্মের মানুষই সমান, এখানে কোন ভেদাভেদ নেই।
বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মহানগর আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ১৯৭৫ সালে যারা ক্ষমতায় ছিলো সেই পাকিস্তানের অনুসারীরা বারবার বাধা প্রদান করেছে সোনার বাংলা গড়ার ক্ষেত্রে। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উদযাপনের মধ্যদিয়ে সবাইকে আহবায়ন জানাবো জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করে সোনার বাংলা গড়ে তোলায় এগিয়ে আসতে।
বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ১৯২৫ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়ায় শেখ সাহেরা খাতুনের কোল আলোকিত করে এসেছিলেন এক মহানায়ক। তার নাম ছিলো শেখ মুজিবুর রহমান। সেই
শিশু জন্মগ্রহণ করেছিলো আজকের এই ইতিহাস তৈরি করার জন্য। শেখ মুজিবুর রহমান কালের পরিক্রমায় তিনি সেই টুঙ্গিপাড়ার মহানায়ক, স্বাধীন রাষ্ট্রের জনক-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরাই জনগণের জন্য এবং জনগণের  কল্যাণের জন্য। জনগণের দাবি আদায়ে সব সময়েই প্রতিবাদী হয়েছেন।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর আয়োজনের প্রশংসা করে তিনি আরও বলেন,  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষিকী উপলক্ষে কুমিল্লাকে যে নতুন সাজে সজ্জিত করা হয়েছে আমি অত্যন্ত মুগ্ধ  হয়েছি। এটা কুমিল্লাবাসীর জন্য গৌরবময় বিষয়। জাতির পিতাকে সকলই  সম্মান ও শ্রদ্ধা করে, কিন্তু আজ বঙ্গবন্ধুকে জানানো এই সম্মান ও শ্রদ্ধা
প্রদর্শন নিঃসন্দেহে প্রশংসনীয়।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
অনুষ্ঠান উপস্থাপন করেন কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল।
এর আগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ভর্তি আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও উপস্থিত সাধারণ মানুষের কন্ঠে একযোগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর অর্ধশতাধিক শিশুদের নিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ মিলে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করেন।