ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় যুবলীগ নেতা রোকনকে গাড়ি চাপায় আহত করার ঘটনায় কাউন্সিলর সাইফুল গ্রেপ্তার
Published : Friday, 19 March, 2021 at 10:12 PM
কুমিল্লায় যুবলীগ নেতা রোকনকে গাড়ি চাপায়
আহত করার ঘটনায় কাউন্সিলর সাইফুল গ্রেপ্তারস্টাফ রিপোর্টার।। কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য রোকন উদ্দিন রোকন গাড়ি চাপায় গুরুতর আহত হয়েছেন। এ সময় আরো অন্তত ৩/৪ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে তিনটায় কুমিল্লা শহরে ছাতিপট্টিস্থ অজিতগুহ মহাবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কুমিল্লা সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল বিন জলিল নিজে গাড়ি চালিয়ে মিছিলে গাড়ি তুলে দিলে রোকন গুরুতর আহত হন বলে রোকন উদ্দিন রোকন কুমিল্লার কাগজকে জানান।  
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘঠিত এ ঘটনার পর মৌখিক অভিযোগের ভিত্তিতে কাউন্সিলর সাইফুল বিন জলিলকে নগরীর কাঁসারিপট্টি এলাকা আটক করে পুলিশ। কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক জানান, কাউন্সিলর সাইফুল বিন জলিলকে আটক করা হয়েছে। যুবলীগ নেতা রোকনকে আহত করার ঘটনায় মামলা হবে।
গাড়ি চাপার ঘটনায় মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রোকন দুই পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
আহত যুবলীগ নেতা রোকন উদ্দিন রোকন জানান, সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহানগর যুবলীগের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ছিলো। আমরা মিছিল নিয়ে চকবাজার থেকে রামঘাটস্থ দলীয় কার্যালয়ে যাচ্ছিলাম। মিছিলটি ছাতিপট্টি অজিতগুহ কলেজের সামনে আসার পর রাজগঞ্জের দিক থেকে কাউন্সিলর সাইফুল তীব্র গতিতে গাড়ি নিয়ে আমাদের মিছিলে তুলে দেয়। এতে আমি পড়ে যাই। পরে সাইফুলের গাড়ি থেকে কয়েকজন নেমে ধারালো অস্ত্র নিয়ে আমাকে কোপানো শুরু করে।
জানা গেছে, আহত রোকনের দুই পায়ে গুরুতর জখম রয়েছে।  
যুবলীগ নেতা রোকনের মুঠোফোনে তার সহযোগী মাসুম হোসেন জানান, আহত যুবলীগ নেতা রোকন উদ্দিন রোকনকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
আহত রোকনকে হাসপাতালে দেখতে গিয়ে কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ জানান, কাউন্সিলর সাইফুল বিন জলিলের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় রোকনের উপর এই হামলা করা হয়েছে, আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই। এলাকার মানুষ তার ভয়ে আতঙ্কিত। সে ক’দিন আগে কাঁসারিপট্টি জামে মসজিদের ইমামকে মেরেছে। কুমিল্লার ইমাম সমাজ মানববন্ধন করে এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে নি। কেউ তার বিরুদ্ধে মামলা না করায় আইনগত ব্যবস্থা নেয়া যায় নি।
যুবলীগ নেতা রোকনের উপর হামলার ঘটনায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কাজী আবুল বাশার ও সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল তীব্র নিন্দা জানিয়েছেন ।