বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মনোহরগঞ্জ বিপুলাসারে গুণীজন সংবর্ধনা
Published : Saturday, 20 March, 2021 at 12:00 AM
মোঃ হুমায়ুন কবির মানিক ॥
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে স্থানীয় মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে ১৭ মার্চ দিনব্যাপী বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান ইউপি চেয়ারম্যান, সচিব, সদস্যবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবনি শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই শতাধিক গুণীজনকে এবং এলাকার অভূতপূর্ব উন্নয়ন করায় স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। মন্ত্রীর পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম। আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও দর্শকবৃন্দ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মাষ্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আব্দুল মান্নান চৌধুরী, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, ইউপি সদস্য আবু বাকার সিদ্দিক, বিপুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম ভেন্ডার, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা নুরুল আলম হিরণ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল মাহমুদ, সহ-সভাপতি জহিরুল হক ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে দুই শতাধিক গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিপুলাসার আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মেখ মোঃ বাবুল, আওয়ামী লীগ নেতা শেখ জসিম উদ্দিন, ইউপি সদস্য শাহজাহান বেপারী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।