মুন্সিগঞ্জের লৌহজংয়ে কোস্টগার্ডের অভিযানে চার লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এরপর সেগুলো পদ্মায় অবমুক্ত করে দেয়া হয়।
শুক্রবার (১৯ মার্চ) রাত ২টায় উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে চট্টগ্রাম হতে মংলাগামী ব্যাপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে এসব চিংড়ি রেণু জব্দ করা হয়।
শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় এসব চিংড়ি রেণু পদ্মায় অবমুক্ত করা হয়। জব্দকৃত চিংড়ি রেণুগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের গোয়েন্দা শাখার কর্মকর্তা মো. রেদোয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শিমুলিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ওই যাত্রীবাহী বাস থেকে ১৬ গ্যালন গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।
তিনি আরও বলেন, শনিবার সকাল ১০টায় কোস্টগার্ডের পদ্মাসেতু কম্পোজিট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার (সিপিও), টুআইসি বুলবুল (পিও), মৎস অধিদফতরের ক্ষেত্র সহকারী মনিরুজ্জামানের উপস্থিতিতে জব্দকৃত রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
এ ঘটনায় ওই বাস চালক ও হেলপার থেকে এমন পণ্য আর পরিবহন করবে না মর্মে মুচলেকা নিয়ে পরিস্থিতি বিবেচনায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই কোস্টগার্ড কর্মকর্তা।
তিনি বলেন, মিরসরাই-সীতাকুণ্ড উপকূল থেকে শুরু করে ফেনী ও মুহুরী নদীর মোহনা পর্যন্ত শত কিলোমিটার এলাকার বিভিন্ন নদী ও খাল থেকে অবৈধভাবে এই রেণু নিধন চলছে।
পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে এসব পোনা পৌঁছে যাচ্ছে মংলা, খুলনা অঞ্চলের চিংড়ির ঘের ব্যবসায়ীদের কাছে। জব্দকৃত চিংড়ির রেণুগুলো একই পদ্ধতিতে ব্যবসায়ীদের কাছে পৌঁছানো হচ্ছিল।