ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গায়ে আগুন দিয়ে বার্ন ইউনিট কর্মীর আত্মহত্যা
Published : Saturday, 20 March, 2021 at 12:43 PM
গায়ে আগুন দিয়ে বার্ন ইউনিট কর্মীর আত্মহত্যারাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক কর্মী নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আত্মঘাতী ওই কর্মীর নাম মিলন (২৫)। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। আউটসোর্সিংয়ে এক বছর ধরে ওই ইনস্টিটিউটে রিসিপশনের কাজ করছিলেন তিনি।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে ইনস্টিটিউটের নিচতলায় ওয়াশরুমে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন মিলন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তবে কী কারণে মিলন আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি তিনি।