ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
টস জয়ই মঞ্চ গড়ে দিয়েছে নিউজিল্যান্ডের
Published : Saturday, 20 March, 2021 at 1:08 PM
টস জয়ই মঞ্চ গড়ে দিয়েছে নিউজিল্যান্ডেরপ্রথম ম্যাচ হয়েছে ডানেডিনে। টস জিতে বাংলাদেশকেই শুরুতে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। যেই লক্ষ্যে তারা বোলিং নিয়েছিল তাতেও সফলও ছিল কিউইরা। বাংলাদেশকে গুটিয়ে দিয়েছে মাত্র ১৩১ রানে! ৮ উইকেটে জয়ের পর অবশ্য টসভাগ্যকে মূল প্রভাবক মানলেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম।

টম ল্যাথাম ম্যাচ শেষে বলেছেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ক্লিনিক্যাল ছিলাম। পরিকল্পনাও তেমনি-ই ছিল। তবে কীভাবে জিতেছি সেটি আসল কথা নয়। আমরা যে ২০ ওভারের মাঝে ১৩২ রান তাড়া করতে পেরেছি, এটাই আমার কাছে অসাধারণ লেগেছে। গাপটিল যেভাবে ভিত গড়েছে এটা দারুণ ছিল। দর্শকরাও প্রাণবন্ত ছিল। আশা করছি, ক্রাইস্টচার্চেও একই রকম দেখতে পারবো।’

এর পরেই টস ভাগ্যের কথা আনলেন ল্যাথাম, ‘আমরা অনেক দিন হলো ওয়ানডে খেলিনি। টস জয়টাই আসলে মূল প্রভাবক হিসেবে কাজে দিয়েছে।’

আজকের ম্যাচ দিয়ে নিউজিল্যান্ডের হয়ে শততম ওয়ানডে খেললেন ল্যাথাম। তার ওপর অভিষেকও হয়েছে তিনজনের। ড্যারিল মিচেলের সঙ্গে খেলেছেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। এতসব অভিষেকের মাঝে জয় পাওয়াটাকে আলাদা করে দেখছেন ল্যাথাম, ‘পুরো ম্যাচে অভিষিক্ত আর মাইলফলকের ছড়াছড়ি ছিল। তাই ম্যাচ জেতায় অবশ্যই ভালো লাগছে।’