১৯ মার্চ শুক্রবার বাদ জুমুআ কুমিল্লা চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ডে ছায়কোট মাদ্রাসা-এ-নূরীয়া (ছায়কোট জামিআ নূরীয়া মাদ্রাসা) এর দ্বিতীয় শাখা উদ্বোধন ও সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেশের সূর্য সন্তান, বীর বিক্রম এম.এ.মালেক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি- এম.এ.মালেক বীর বিক্রম। বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তান মো: ইউনুছ মিয়া, মো: রুহুল আমিন, হাজী মো: মনু মিয়া, জমি দাতা সদস্য মো: আ: হক, মো: হারুনুর রশিদ মেম্বার, আলহাজ মুফতী এম.এ. মবিন আনোয়ারী রেজভী, প্রভাষক মো: জামাল হোসেন, মো: সুলতান আহমেদ, মুফতী আহমাদ রেজা, আ: মজিদ, আ: জলিল বকশী, হাজী ছফি উল্লাহ, খলিলুর রহমান, আব্দুর রহিম, মো: শরিফুল ইসলাম, প্রমুখ।
এতে সভাপতিত্ব করেন ছায়কোট মাদ্রাসা-এ-নূরীয়া এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশনের মহাসচিব মুফতী কাজী ছিদ্দিকুর রহমান রেজভী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাও: হুমায়ুন কবির রেজভী।
উল্লেখ্য, অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা পীরে ত্বরিক্বত আল্লামা মুফতী নাজিরুল আমিন রেজভী হানাফী ক্বাদেরী (মাঃ জিঃ আঃ)- রেজভীয়া দরগাহ শরীফ, নেত্রকোনা, চেয়ারম্যান বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন। এটি প্রতিষ্ঠা লগ্ন হতে, আহলে সুন্নাত এর মতাদর্শে পরিচালিত, হাফিযে কোরআন ও আলিম তৈরি, আদর্শ নাগরিক গড়ে তোলা, শিক্ষার হার বৃদ্ধি ও প্রসারের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির লেখা পড়ার মান ও সার্বক্ষণিক পর্যবেক্ষণের নিমিত্তে সিসি ক্যামেরা সংযোজন করা হয়েছে। তাছাড়া মনোরম পরিবেশে নূরানী, নাজরানা ও হিফয বিভাগে পাঠদান করা হয়। এলাকবাসীর সার্বিক সহযোগিতায় ছায়কোট মাদ্রাসা-এ-নূরীয়া পরিচালিত হচ্ছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনকৃত বাংলাদেশ রেজভীয়া তালিমুস সুন্নাহ বোর্ড ফাউন্ডেশন এর অধিভুক্ত উক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি।