ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সৌদি সামরিক ঘাঁটিতে আবারও ড্রোন হামলা
Published : Saturday, 20 March, 2021 at 8:44 PM
সৌদি সামরিক ঘাঁটিতে আবারও ড্রোন হামলা সৌদি আরবের 'আবহা' বিমানবন্দরের একটি সামরিক ঘাঁটিতে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

শনিবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, 'কাসেফ কে-২' ড্রোনের সাহায্যে এই হামলা চালানো হয়েছে এবং ড্রোনটি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসন ও অবরোধের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।

গত বৃহস্পতিবারও ইয়েমেনি বাহিনী 'আবহা' আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায়। আবহা বিমানবন্দরটিকে বেসামরিক বিমানবন্দর হিসেবে তুলে ধরা হলেও এখনে রয়েছে বহু জঙ্গিবিমান।

এই বিমানবন্দর থেকে উড়ে গিয়ে নিয়মিতই ইয়েমেনে হামলা চালায় সৌদি জঙ্গিবিমানগুলো।

এর আগে শুক্রবার সৌদি আরবের রিয়াদে আরামকো তেল কোম্পানির শোধনাগারে ড্রোন হামলা চালায় ইয়েমেনের সামরিক বাহিনী।

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এছাড়া দেশটির বিরুদ্ধে জল, স্থল ও আকাশ পথে অবরোধ আরোপ করে রেখেছে আগ্রাসী জোট।

এর ফলে দেশটিতে খাদ্য ও পানি সংকট দেখা দিয়েছে। এ পর্যন্ত সামরিক হামলা ও অবরোধের কারণে বহু মানুষ নিহত হয়েছে।