চাপাপুর হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানার ৪০তম সাধারণ সভা অভিভাবক সম্মেলন ও পাগরি প্রধান অনুষ্ঠান গতকাল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ ছায়েফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো: মামুনুর রশীদ (মামুন)। ছাত্রদের পাগড়ি পড়িয়ে দেন ও দোয়া পরিচালনা করেন দারুল আমান দরবার শরীফের পীর শাহসুফী আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী। চাপাপুর হাফিজিয়া মাদ্রাসা-এতিমখানার বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ূন কবির মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: আমিনুল হক মেম্বার।
উপস্থিত ছিলেন মাদ্রাসার ক্যাশিয়ার আলহাজ্ব রফিকুল ইসলাম, কাজী জহিরুল ইসলাম হাবিব, সুপার মাওলানা মো: হাবিবুর রহমানসহ কমিটির সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৬জন এতিমসহ মোট ১৬জনকে পাগড়ি দেয়া হয়। তারা হলেন- হাফেজ মো: মোহতাদির রহমান (কায়েস), হাফেজ মো: ইব্রাহীম খলিল, হাফেজ মো: মহসিন হোসাইন, হাফেজ মো: সাকিব হোসাইন, হাফেজ মো: ইমাম হোসাইন, হাফেজ মো: আশিকুর রহমান, হাফেজ মো: আবু নাইম, হাফেজ মো: ফাহিম গাজী, হাফেজ মো: সাকিল আহমদ, মো: সিহাব উদ্দিন, হাফেজ মো: সাইন হোসাইন, হাফেজ মো: নোমান হোসাইন, হাফেজ মো: আরিফুল ইসলাম, হাফেজ মো: আ: কাদের জিলানী, হাফেজ মো: রিফাতুল ইসলাম নাইম ও হাফেজ মো: রবিউল হাসান রবি।
আলহাজ মো: মোর্শেদ আলম বাবুল এ পাগড়ি প্রদান অনুষ্ঠানে সহযোগিতা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার আলহাজ্ব মাওলানা আবদুল মান্নান, উক্ত মাদ্রাসার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ কাজী আলমগীর হায়দার।