ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাগুরায় আগুনে ৫টি ঘর ভস্মীভূত
Published : Sunday, 21 March, 2021 at 7:10 PM
মাগুরায় আগুনে ৫টি ঘর ভস্মীভূত মাগুরা সদরের মহিষাডাঙ্গা গ্রামে শনিবার রাতে আগুনে ৫টি ঘর ভস্মীভূত হয়েছে। আগুনে পুড়ে ঘরের আসবাবপত্রসহ ৩টি ছাগল ও ২৫টি হাঁস মুরগী ও প্রায় ৩০টি কবুতর মারা যায়।

ক্ষতিগ্রস্ত কাবুল মোল্যা জানান, শনিবার রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে পাশের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তাদের চিৎকারে ঘুম থেকে উঠে দেখি নিজের ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় আগুন দ্রুতগতিতে প্রতিবেশী ফুল মিয়া, জাহাঙ্গীর আলম ও মিয়ান শেখের ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় এলাকাবাসি আগুণ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে দ্রুত দমকল বাহিনীকে খবর দিলে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় রবিবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পক্ষ থেকে জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, শাড়ি কাপড়সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেছেন।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান স্বপন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।