ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বিসিবি কর্তারা
Published : Sunday, 21 March, 2021 at 8:11 PM
সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বিসিবি কর্তারাজাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বনানীতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি মিটিংয়ে বসেছেন বোর্ড পরিচালকরা। সেই বৈঠকে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও।

আগামী মাসে শ্রীলংকা সফরে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেই সফর থেকে ছুটি নিয়ে আইপিএল খেলতে ভারত যাচ্ছেন সাকিব।

টেস্ট সিরিজ থেকে সাকিবের ছুটি নেয়া প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছিলেন, সাকিব আইপিএলে খেলতে চায়। এজন্য শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়াতে সে সম্প্রতি আমাদের কাছে একটি চিঠি দিয়েছে। আমরা তাকে অনুমতি দিয়েছি। কারণ যার জাতীয় দলের হয়ে টেস্ট খেলার কোনো আগ্রহ নেই, তাকে জোরাজুরি করার কোনো মানে নেই।

আকরাম খানের এমন বক্তব্য নিয়ে শনিবার লাইভে এসে সাকিব বলেছেন, বারবার শুধু কথা হচ্ছে, আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত, বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে, আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তারা চিঠিটা পড়েনি। এটা হচ্ছে একদম বড় কথা। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে, আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এ সময়টাতে আইপিএল খেলতে চাই। এটাই বলেছি।

সাকিবের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেই হয়তো বিসিবি সভাপতির বাসায় বৈঠকে বসেছেন বোর্ডের কর্তাব্যক্তিরা।