মসজিদের সাউন্ড সিস্টেম ও টাকা নিয়ে গেল চোরে
Published : Sunday, 21 March, 2021 at 8:16 PM
চোরে না শুনে ধর্মের বাণী, তার বাস্তব নজির দেখা গেল বগুড়ার শেরপুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে। ওই মসজিদের বাহিরের লাইটগুলো ভেঙে অন্ধকার করে সাউন্ড সিস্টেম ও টাকা চুরি করেছে চোরেরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শেরপুর পৌর শহরের উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজ শেষ করে প্রতিদিনের মতো মোয়াজ্জেম আশরাফ আলী মসজিদে তালা লাগিয়ে বাড়িতে যান। শনিবার রাতের কোনো এক সময় চোরেরা হানা দিয়ে ব্যাপক তাণ্ডব চালিয়ে বাহিরের লাইট ভাঙাসহ ক্ষয়ক্ষতি করে মসজিদের তালা না ভেঙে মসজিদে ঢুকে। তারা সাউন্ড সিস্টেম সেট, দানবক্স ও আলমিরার তালা ভেঙে টাকা নিয়ে যায়।
মসজিদের খাদেম আশরাফ আলী জানান, ভোরে ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করতে গিয়ে দেখেন মসজিদের চারপাশের লাইটগুলো বন্ধ, ভেতরে ঢুকতে গিয়ে দেখেন মসজিদের উত্তর পাশে উপজেলা গেটের সামনের দরজা খোলা। তখন ভেতরে প্রবেশ করে দেখেন মসজিদের ভেতরে সবকিছুই লণ্ডভণ্ড। আজান দিতে গিয়ে দেখেন সাউন্ড সিস্টেম সেটটি নেই।
পরে মসজিদের পেশ ইমাম মো. আইয়ুব আলীসহ অন্য মুসল্লিরা মসজিদে আসলে তাদের বিষয়টি অবগত করেন খাদেম। তারা সবাই মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাধারণ সম্পাদক খাদ্য অধিদপ্তর অফিসার সেকেন্দার রবিউল ইসলামকে জানান।
এ বিষয়ে শেরপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাম্মাক হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, চোরকে ধরতে চেষ্টা চলছে।