করোনাভাইরাসের সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধের জন্য রাজধানী ঢাকা'র বিভিন্ন উপজেলা ও মহানগরে জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জনবহুল স্থানে করোনার সাম্প্রতিক সংক্রমণ বৃদ্ধি মোকাবেলায় মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য জনসচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে মাস্ক বিতরণ ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলার ৫ টি উপজেলা এবং মহানগরের কমলাপুর রেলস্টেশন, বিমানবন্দর রেলস্টেশন, বংশাল, সদরঘাট, সচিবালয়, জেলা জজ আদালত এলাকা, বায়তুল মোকাররম, লালবাগ, মিরপুর, শাহ আলী, হাতিরঝিল, শাহবাগ, জোয়ার সাহারা, খিলক্ষেতসহ মোট ১৫ টি স্পটে জনবহুল স্থানে ঢাকা জেলা প্রশাসনের ১৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জসচেতনতা বৃদ্ধি ও মাইকিং করা হয়। এসময় গরীব/অভাবী লোকদের মধ্যে মোট ২০০০ মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মোবাইল কোর্টে ২৩৩ টি মামলায় ২৩৩ জন ব্যক্তিকে মোট ৩৬,৩৬০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মামুনুর রশীদ (আল মামুন) জানান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন, ঢাকা’র মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।