বহুল প্রতীতি জাতীয় ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ
Published : Monday, 22 March, 2021 at 12:00 AM
করোনা
ভাইরাসের কারণে এক বছরের বিরতি শেষে আজ সোমবার থেকে দেশের বিভিন্ন
ভেন্যুতে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলে দেশের অন্যতম প্রধান প্রথম শ্রেণির
আসরটি 'বঙ্গবন্ধু ২২তম জাতীয় ক্রিকেট লিগ' নামে শুরু হবে। বিসিবির সকল
ইভেন্ট মুজিববর্ষ উপলে বঙ্গবন্ধু নামে নামকরণ করা হয়েছে।
করোনার কারণে
দীর্ঘ বিরতির পর গত বছর ক্রিকেট মাঠে গড়ানোর পর দুটি টুর্নামেন্ট আয়োজন করে
বাংলাদেশ। তিন দলকে নিয়ে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও পাঁচ দলকে নিয়ে
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়ায়। কিন্তু দুটি টুর্নামেন্টে জাতীয় দলের
খেলোয়াড় ও তরুণ উদীয়মান খেলোয়াড়রা অংশ নিয়েছিল। তাই করোনার সময়ে
স্বাভাবিকভাবে এনসিএল প্রথম ঘরোয়া টুর্নামেন্ট।
এর মধ্যে লিগের প্রথম
দুই রাউন্ডের সূচি ঘোষণা করেছে বিসিবি। দেশের ৭টি বিভাগ ও ঢাকা মেট্রোসহ
মোট ৮টি দল অংশ নেবে। আগের আসরের ফলাফলের ভিত্তিতে দুই স্তরে দলগুলোকে ভাগ
করা হয়েছে। প্রথম স্তরে রয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন খুলনা, সিলেট, ঢাকা এবং
রংপুর। আর দ্বিতীয় স্তুরে রয়েছে, রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও
বরিশাল।
পয়েন্ট টেবিলের চিত্র অনুযায়ী, প্রথম স্তরের নিচের সারির দল
দ্বিতীয়স্তরে চলে যাবে। আর দ্বিতীয় স্তরের ওপরের সারির দল প্রথম স্তরে
খেলার সুযোগ পাবে। আগামী ২২ থেকে ২৫ মার্চ প্রথম ও দ্বিতীয় স্তরে দুটি করে,
সর্বমোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে
সিলেটের বিপে মাঠে নামবে স্বাগতিক খুলনা।
এই স্তরের আরেক ম্যাচে
বিকেএসপির চার নম্বর মাঠে লড়বে ঢাকা ও রংপুর। দ্বিতীয় স্তরের ম্যাচে শহীদ
কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক রাজশাহী ও চট্টগ্রাম। ওই
স্তরের ম্যাচে বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে লড়বে ঢাকা মেট্রো ও বরিশাল।